ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হবিগঞ্জ জেলা সফরে আজমিরীগঞ্জ থানা পরিদর্শন

11

মোহাম্মদ শাহজাহান মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়ের হবিগঞ্জ জেলা সফরের ২য় দিনে আজমিরীগঞ্জ থানা সংক্ষিপ্ত পরিদর্শন করেন। 

গতকাল ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. বুধবার মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয় তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ জেলায় আগমণের ২য় দিন আজমিরীগঞ্জ থানায় পরিদর্শনকালে ফুল দিয়ে বরণ করে নেন অত্র জেলার পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি। 

এ সময় উপস্থিত ছিলেন জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট। 

পরে মাননীয় আইজিপি মহোদয়কে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

অভিবাদন ও সালাম গ্রহণ শেষে মাননীয় আইজিপি মহোদয় থানা এলাকা পরিদর্শন করেন ও বৃক্ষরোপন করেন।    

আজমিরীগঞ্জ থানা পরিদর্শন শেষে ফেরার পথে মাননীয় আইজিপি মহোদয় ও ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট মহোদয় আজমিরীগঞ্জ থানার রামকৃষ্ণ আশ্রম ও সদর থানাধীন ঘাটিয়া বাজার এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ।