
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বাসিন্দা মজনু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তরী বাংলাদেশ এর আহ্বায়ক শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন তরী বাংলাদেশ এর সদস্য খালেদা মুন্নী, মোঃ খায়রুজ্জামান ইমরান, সোহেল রানা ভূঁইয়া, মোহাম্মদ ওয়াসিম।
তরী সরাইল শাখার সদস্য শাহাগীর মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন- কবি আবুল কাশেম তালুকদার, মোঃ শাহিন শাহ, মোহাম্মদ আইয়ুব খান ও মুখলেছুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে সরাইল মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মোহাম্মদ মাহবুব খানকে আহ্বায়ক ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাংবাদিক মোঃ শাহাগীর মৃধাকে সদস্য সচিব করে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সভায় উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্য সাংবাদিক মো: আলমগীর মিয়া, রাকিবুর রহমান রকিব, নাজমা বেগম, শেখ কামরুজ্জামান সজল, জয়নাল আবেদিন, মোঃ বেলাল মিয়া, মোঃ জুনায়েদ হোসেন, মনিরুল ইসলাম, শেখ মোঃ মামুন মিয়া, মোঃ নাজমুল হক ও মোহাম্মদ শাহিন মিয়া প্রমুখ।