
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা সোমবার (১২ ফেব্রুয়ারি) দুুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মানববন্ধনে ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে নিয়োগ বাতিল সহ নিয়োগের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় শিক্ষার্থী ও এলাকাবাসী। বিক্ষোভ সমাবেশে তাঁরা অত্র মাদ্রাসার সুপার তাজুল ইসলাম ও সভাপতি আব্দুল কাদিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এছাড়া সুপার তাজুল ইসলাম নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ততা থাকায় তাকে শোকজ করা হয়েছিল। এখানে উল্লেখ থাকে যে, কিছুদিন পূর্বে অত্র মাদ্রাসার নিয়োগ বাণিজ্যের ভাগ বাটোয়ারার টাকা নিয়ে মাদ্রাসার সুপার,সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্যের মধ্যে কথোপকথনের দুটি কলরেকর্ড সামাজিক
যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন পত্র-পত্রিকায় উক্ত সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অত্র মাদ্রাসার সুপারকে শোকজ করে তিনসদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তবে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা উক্ত নিয়োগ বাতিল সহ নিয়োগের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়, অন্যথায় বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থী ও এলাকাবাসী।