
পঞ্চগড়ে নিষিদ্ধ মাদক ৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ জুলকার মাইন/ জী এম কাদের(৩৩) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক জুলকার মাইন/ জী এম কাদের জেলার বোদা উপজেলার লাহিড়ী পাড়া গ্রামের মৃত আইনুল হক এর ছেলে। পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের দিক নির্দেশনায়, মাদক সহ ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার (১১- ফেব্রুয়ারি)২০২৪ ইং তারিখে রাত আনুমানিক ৮:৩০ মিনিটে এসআই/মোঃ আবু হোসেন এর নেতৃত্বে, এস আই লিপন কুমার বসাক, এএসআই/ আনোয়ারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় সদর থানাধীন কামাত কাজল দিঘী ইউনিয়নের অন্তর্গত গলেহা পাড়া মৌজার নাককাটি কবরস্থানের সামনে কাঁচা রাস্তার উপর হতে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
তার কাছ থেকে ৯৯০ (নয় শত নব্বই) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট যার মোট ওজন ২৬৭.৩ গ্রাম পাওয়া গেছে। এ বিষয়ে পঞ্চগড় থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। বিপুল পরিমাণ মাদক সহ মাদক ব্যবসায়ীকে আটকের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। সকলেই পঞ্চগড় জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান ও সফলতার ভূয়সী প্রশংসা করেন।