
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৩ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৫০০ গ্ৰাম গ্রেফতারকৃত হচ্ছে, খুলনা জেলার রূপসা থানাধীন শ্রীফলতলা ইউনিয়ন নন্দনপুর গ্ৰামের ইয়াকুব ফকিরের ছেলে শহিদুল ইসলাম শেখ (৫০)
জেলা ডিবি সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫.২০ ঘটিকার সময় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্স সহ বটিয়াঘাটা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ১ মাদক কারবারি কে বটিয়াঘাটা থানাধীন জলমা গ্ৰামস্থ দারোগাভিটা বাজার হতে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার নিকট হতে আলামত হিসেবে ৩৩ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে এস আই( নিঃ) আল আমিন বাদী হয়ে বটিয়াঘাটা থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন।
উল্লেখ্য যে, আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী,সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে জানা যায়, তার নামে উক্ত মামলা সহ মাদক ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে।