
২২ বছর আগে কর্তব্যরত একজন আনসার সদস্যকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর আলী ওরফে সোহেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার ( ১১ ফেব্রুয়ারি) রাতে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২২ বছর আগে ২০০২ সালে কর্তব্যরত আনসার সদস্যকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর আলী ওরফে সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতার সোহেল পুলিশ সদস্যকে গুলি করে হত্যাচেষ্টার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিও ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
ডিআই/এসকে