
স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস), নেত্রকোনা এর পরিচালনায় ও ট্রাইটন টেক্সটাইল লিমিটেড এর অর্থায়নে.পরিচালিত শিক্ষা কর্মসূচির উদ্যোগে ৩ দিন মেয়াদী (১১-১৩ ফেব্রুয়ারি) ৫ম শ্রেণির শিক্ষিকাদের নিয়ে বর্ষ পরিবর্তন ওরিয়েন্টেশন ২০২৪ অনুষ্টিত হচ্ছে।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রধান কার্যালয়ের ড্রিম সেন্টারের হল রুমে মদন, কেন্দুয়া ও শ্যামগঞ্জ কর্ম এলাকার ২৫ জন শিক্ষিকা ও ২ জন প্রকল্প পরিদর্শক নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়। ওরিয়েন্টেশন উদ্ভোধন করেন স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল। এসময় মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কদ্দুস। উক্ত ৩ দিন ব্যাপি ওরিয়েন্টেশনে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা প্রকল্পের সমন্বয়কারী শেখ.এ.কে.এম.শহিদুল ইসলাম।