ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 
আমতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলা, বাদী গৃহবধূ রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ
রাজাপুরে সেতু আছে নেই সংযোগ সড়ক নেই: অপচয় এক কোটি ৬৯ লাখ টাকা
বোদায় খালে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু
রূপসায় গুলি ও মাদকসহ যুবক আটক
মাধবপুরে চার আসামির মৃত্যুদণ্ড
এবার পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থার পরিকল্পনা:ডিএমপি কমিশনার
গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান: রাস্তা ও ফুটপাতের অন্তত ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে- সাব-ইন্সপেক্টর সুজন দাশ

‘চট্টবাণী পত্রিকার ‘৯ ম বর্ষপুর্তি উদযাপন

পাঠকপ্রিয় “সাপ্তাহিক চট্টবাণী” পত্রিকার নবম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস.রহমান হলে পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী মো: নুরুল কবির এর সভাপতিত্বে সাংবাদিক রোজী আক্তার ও চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস.ডি.জীবনের যৌথ সঞ্চালনায় নবম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্তা বলেন, হাজারো পত্রিকার ভীড়ে এবং অনলাইনের এই যুগে সাপ্তাহিক পত্রিকা হিসেবে পাঠকদের মনের ভাষা বুঝেছে বলেই হয়তো চট্টবাণী নামের আগে লিখেছে “পাঠকপ্রিয় পত্রিকা”। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে কাজ করছে চট্টবাণী পত্রিকা।সু-শিক্ষিত জাতি মানে সু-শিক্ষিত দেশ তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষাক্ষেত্রে বিশেষ নজর দিয়ে কাজ করতে হবে। আমি পত্রিকাটির একজন নিয়মিত পাঠক হিসেবে পত্রিকার উত্তোরোত্তর সফলতা কামনা করছি।

সভাপতির বক্তব্য চট্টবাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাজী মো: নুরুল কবির বলেন, পত্রিকা একটি জাতিকে দিক নিদের্শনা দিতে পারে। শুধু নিছক সমালোচনা না করে গঠনমুলক সমালোচনা করলে এবং সমস্যা নিয়ে লিখে সেটার সমাধান খুঁজে বের করতে পারলে সেই পত্রিকার প্রতি মানুষের আস্থা বাড়বে। সমাজকে পরিবর্তন করতে হলে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই।সমাজকে প্রগতির দিকে এগিয়ে নিতে সাংবাদিক সমাজের ভুমিকা অনন্য অসাধারণ।গণমানুষর পত্রিকা হিসেবে পাঠকহৃদয় জয করে সামনে এগিয়ে চলেছে চট্টবাণী পত্রিকা।

বক্তরা আরো বলেন, চট্টবাণী পত্রিকার নামের সাথে জুড়ে আছে চট্টগ্রাম। এর থেকেই বুঝা যায় এই পত্রিকাটির সাথে চট্টগ্রামের মাটি ও মানুষের সম্পর্ক আছে। সফলতার সাথে পথচলার নবম বর্ষ শেষ করে দশম বর্ষে পর্দাপন করা সাপ্তাহিক চট্টবাণী পত্রিকার যুগযুগ টিকে থাকুক এই শুভকামনা করেন বক্তারা।

চট্টবাণী পত্রিকার প্রতিনিধিদের নতুন বছরের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এস.ডি.জীবন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তা,অধ্যক্ষ লায়ন এম.সানাউল্লাহ, মৎসজীবি লীগ নেতা লায়ন এম.শফিউল আলম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা মো: জসিম উদ্দিন,সাংবাদিক নেতা সোহাগ আরেফিন,অধ্যক্ষ মুকতাদের আজাদ খান,তরুণ উদ্যোক্তা মো: রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মামুন, সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডা. আর কে রুবেল,সাদেকুর রহমান ও সংবাদিক কবির শাহ দুলাল প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানান, সাংবাদিক আসিফ ইকবাল, সাংবাদিক মো:সেলিম উদ্দিন,সাংবাদিক বাবুল হোসেন বাবলা,দৈনিক নবরাজ পত্রিকার ব্যুরোচিফ মো: আলমগীর, দৈনিক করতোয়া পত্রিকার বিশেষ প্রতিনিধি কে.এম.রুবেল, মঈনুল ইসলাম চৌধুরী,ব্যবসায়ী মো: আলী,ব্যবসায়ী সজীব রায়, ব্যবসায়ী আলমগীর,বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটি,গ্রীণলিফ ম্যাগাজিন সম্পাদক তসলিম উদ্দিন হৃদয়, দৈনিক নতুন সময় চট্টগ্রাম জেলা প্রতিনিধি ইসমাইল ইমন,সবুজ আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটি,কিডনী রোগী কল্যাণ সংস্থা, প্রবাসী কল্যাণ সংস্থা ও এন.কবির গ্রুপসহ চট্টবাণী পত্রিকার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেশ কয়েকজন গুণীজনকে পত্রিকার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ