
গলাচিপা উপজেলায় ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামের স্কুল শির্ক্ষাথী গণ র্ধশন শিকার হয়েছেন। এমন নিক্কারজনক কাজ করেছেন অত্র এলাকার শাহ আলমশরীফের ছেলে খাইরুল শরীফ, মৃত শহিদুল মেলকার ছেলে সোহাগ উক্ত আসামির মধ্যে অপর একজন পলাতক রয়েছেন ব্যাপার গলাচিপা থানার দায়িত্ব পাপ্ত কমর্কতা বলেন পলাতক আসামি কে গ্রেফতার করার জন্য
অভিযান অব্যাহত রয়েছেন ও অপর গ্রেফতারকৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।