
নেত্রকোনার মদনে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আক্কাস উদ্দিনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মাসুদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, একাডেকিম সুপার ভাইজার জোৎস্না আক্তার, প্রেসক্লাব সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সামছুল আলম লালু, আতাউর রহমান নয়ন, রোকাইয়া সুলতানা, বিদায়ী শিক্ষার্থী মিম আক্তার। এ সময় ৬৫ জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।