
ফেনীর ছাগলনাইয়ায় ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ।
বরিবার (১১ ফেব্রুয়ারি ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন মহুরীগঞ্জ ষ্টার লাইন কাউন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো, কক্সবাজার জেলার সদর থানার মধ্যম নুনিয়াছড়া এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪৫)।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো.খায়রুল আলম।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে যাত্রীবাহী ষ্টার লাইন বাস যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো-ব- ১৪-৪৯৪৬ এর যাত্রী মাদক বহন করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এ তথ্যের ভিত্তিতে ফাজিলপুর হাইওয়ে থানার এএসআই / রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের এর যাত্রীকে আটক করেন। পরবর্তীতে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে