পটুয়াখালীর বাউফল উপজেলাধীন মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া চৌরাস্তায়, জমিজমার বিরোধের জের ধরে সাংবাদিক ডাক্তার শাহিন ও তার বাবা এবং ভাইকে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে জখম করা হয়।সরে জমিনে জানা যায় শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৫ ঘটিকায় ডাক্তার শাহিন বাউফল থানা থেকে চৌরাস্তা সংলগ্ন তার নিজস্ব ফার্মেসিতে পৌঁছালে সুমন বেপারী জামাল বেপারী ও কামাল বেপারী সহ ১৫-২০ জন শাহিনের উপর অতর্কিত হামলা করে, শাহীনকে বাঁচাতে তার বাবা এবং ভাই আসলে তাদেরকেও পিটিয়ে কুপিয়ে জখম করেভুক্তভোগী শাহীন বলেন আমার দোকান ভাঙচুর করা হয়েছে, মালামাল লুট করে নিয়ে গেছে, আমার পকেটে থাকা নগদ অর্থ সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়েছে। বর্তমানে শাহীন ও তার বাবা এবং ভাই বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।