ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি

চট্টগ্রামে ১২৫ ভরি স্বর্ণ চুরি চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে বাসা থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরি হওয়ার আট দিন পর চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৫২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন- আরিফ হোসেন মেহেদী ওরফে মেহেদী হাসান (২৬), মো. আইয়ুবের ছেলে মো. শরীফ (২০), মেহেদি হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) এবং মো. রিয়াদ হোসেন (১৯)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এর আগে গত ২ ফেব্রুয়ারি রাতে নগরের চকবাজার থানাধীন মেহেদীবাগ এলাকার আমিরবাগ আবাসিকের এস আর হাউজ নামে একটি বাড়ির বেলকনির গ্রিল কেটে দুর্বৃত্তরা চুরি করে ১২৫ ভরি স্বর্ণালংকার। সিসিটিভি ফুটেজ দেখা যায়, গত ২ ফেব্রুয়ারি শনিবার রাত ৩টায় নগরীর আমিরবাগ এলাকায় এস আর ভবনের দ্বিতীয় তলার পেছনের ঘরের বারান্দার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকছে চোর চক্র। চুরির পর চক্রের চার সদস্যকে হাতে ব্যাগ নিয়ে আমিরবাগ এলাকার রাস্তা দিয়ে হেঁটে বের হয়ে যেতে দেখা যায়। সিএমপির উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, গত ২ ফেব্রুয়ারি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সরোয়ার আলমের ঘরে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। তিন বোন, এক ভাইয়ের রাখা ১২৫ ভরি স্বর্ণ, নগদ টাকা, ডলার চুরি করে নিয়ে যায় চোর চক্র। ঘটনার পর পুলিশের অভিযানের এক পর্যায়ে মাদক মামলায় সদরঘাট থানায় গ্রেপ্তার হওয়া আসামি মেহেদী জানায়, কিছু চোরাই স্বর্ণালংকার তার কাছে আছে, যা আমিরবাগ থেকে চুরি করা হয়েছে। এর পরেই মূলত ঘটনার জট খুলতে থাকে। এ সময় আসামিসহ ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ৫২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। অপর আসামিদের নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সংঘবদ্ধ চক্রটি টোকাই সেজে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। কোনো ভবনে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল দেখলেই সেই ঘরটি চুরির টার্গেট করে চোর চক্রটি।

তিনি বলেন, গ্রেপ্তারের পর মেহেদী হাসান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তিনি বলেন, তার কাছে চোরাই স্বর্ণালংকার লুকায়িত আছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড় এলাকায় কনকর্ড গ্রুপের খালি জায়গায় থাকা ঝোপের মধ্যে মাটির নিচ থেকে তার দেখানো ৫২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। সিএমপির এডিসি নোবেল চাকমা জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং, বন্দর, সদরঘাটসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জানান, চোর চক্রটি ১২ সেকেন্ডের মধ্যে গ্রিল কিংবা আলমারির তালা ভাঙতে পারদর্শী। সেই সঙ্গে চোর চক্রের আরও এক সদস্যকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ