
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের উপলক্ষ্যে ঢাকা-১৬ আসনে গণসংযোগ ও প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটার ও সাধারণ মানুষের নজর কাড়ায় ব্যস্ত আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরা। তারাই ধারাবাহিকতায় জানাগেছে, ঢাকা-১৬ আসনে বিএনপির কর্মী মো.শহীদুল ইসলাম বাংলাদেশের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন,তিনি ১৬ আসনে প্রতিটি এলাকাতে পোষ্টার ও ব্যানার দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন । ঢাকার উত্তরের সীমান্তবর্তী মিরপুরের পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত ঢাকা-১৬ আসন।ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত। ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৭৫ হাজার।মিরপুরের আসনটিতে ‘মোল্লাহ্’ পরিবারের একটা দৃশ্যমান প্রভাব আছে।আসনটিতে দল দুটির পাল্টাপাল্টি জেতার ধারা উল্টে যায় বহুল আলোচিত ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে, যাতে বিএনপি অংশ নেয়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন, এবার বিএনপি নির্বাচনে অংশ নিলে ভোটের হিসাব-নিকাশ জটিল হবে। যদিও এখনো বিএনপি সেভাবে মাঠে নেই। দলটির নামকরা সম্ভাব্য কোনো প্রার্থীরও দৃশ্যমান তৎপরতা নেই। কার্যত অনেক বছর ধরে এলাকায় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্র একচ্ছত্র আধিপত্য। নির্বাচনী এলাকায় উন্নয়নে, প্রচারে-পোস্টারে দৃশ্যত আওয়ামী লীগের অবস্থান ভালো। তবু স্থানীয় লোকজনের ধারণা, আড়ালে বিএনপিও শক্তিশালী। প্রার্থী যিনিই হোন, আওয়ামী লীগের জন্য জেতা এত সহজ হবে না। রাজধানী ঢাকার উত্তরের সীমান্তবর্তী মিরপুরের পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত ঢাকা-১৬ আসন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২,৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত। একসময় বৃহত্তর মিরপুরের এই আসনটি ছিল ঢাকা-১১–তে। তা ভেঙে তিনটি আসন করা হয়।
ডিআই/এসকে