
ঝালকাঠিতে বহুল আলোচিত ও বিতর্কিত Rag day বন্ধে খোলা চিঠি বিতরণ করেছেন বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের আলো ফাউন্ডেশন (SAF)।
শনিবার (১০ফেব্রুয়ারী) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. নাঈম হাসান ঈমন স্বাক্ষরিত চিঠিতে তিনি লিখেছেন প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানের মাঝে শিক্ষার্থীরা Rag Day পালন করে থাকে। যার মধ্যে অশ্লীল ভাষায় লেখা থাকে শিক্ষার্থীদের পরিদান কাপড়ে এবং শিক্ষার্থীরা এই Rag Day উপলক্ষে বিভিন্ন রকম অসামাজিক অশোভনীয় কার্যক্রম করে থাকে যা নিয়ে তুমুল ঝড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরপর ততকালীন মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি শিক্ষা প্রতিষ্ঠানে Rag day পালন নিষিদ্ধ ঘোষণা করেন। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই Rag day পালন করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছিলো। ফলে Rag day পালন বন্ধ হয়ে গেছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরও কিছু কিছু জায়গাতে এই অসামাজিক অশোভনীয় কাজ করে থাকে শিক্ষার্থীরা।
গতবছর ঝালকাঠি জেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমন কাজ হয়েছিলো যার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। এনিয়ে সুশীল সমাজের মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যায়। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন যাতে এই Rag day নামক অসামাজিক কার্যকলাপে শিক্ষার্থীরা লিপ্ত হতে না পারে।
এবছর থেকে যাতে ঝালকাঠি জেলায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে Rag day পালনের নামে অশ্লিলতা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধের পাশাপাশি তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।
এবিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাঈম হাসান ঈমন বলেন, প্রতিবছর ঝালকাঠি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে Rag day নামে শিক্ষার্থীরা নানা রকম অশ্লীল অসামাজিক অশোভনীয় কাজ করে থাকে। তাই এবছর যাতে এরকম কাজ শিক্ষার্থীরা করতে না পারে সেই উদ্যোগে আমার এই খোলা চিঠি বিতরণ। ইতিমধ্যে ঝালকাঠি জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলা ও উপজেলার সকল প্রশাসনের কাছে আমার চিঠি দেওয়া হয়েছে।