
ময়মনসিংহের নান্দাইলে সত্যের সন্ধানে নির্ভীক জাতীয় দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নান্দাইল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ
পালের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা কৃষি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন উপদেষ্ঠা সাংবাদিক অরবিন্দ পাল অখিলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীর জৈষ্ঠ্য কন্যা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্ঠা ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের স্বস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিএমএ’র সভাপতি ডা. মতিউর রহমান ভূঞা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু,গাংগাইল ইউপি চেয়ারম্যান এড. আসাদুজ্জামান নয়ন, নান্দাইল দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এড. হাবিবুর রহমান ফকির, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদ, সাংবাদিক আজিজুর রহমান ভূইয়া বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উল্লাহ লিটন,সাইদুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক আবু নাঈম ভ‚ইয়া ফারুক, প্রধান শিক্ষিকা বাবলী দাস ও নান্দাইলের যুগান্তর প্রতিনিধি শামছ-ই-তাবরীজ রায়হান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের সমন্বয়ে কেক কেটে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভায় বক্তারা দৈনিক যুগান্তরের সাহসী পদাযাত্রাকে স্বগতম জানিয়ে আগামীদিনের উত্তোরত্তর মঙ্গল কামনা করেন এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গঠনের অংশীদার হবার আহবান জানান। এসময় নান্দাইলে কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ যুগান্তর স্বজন সমাবেশের নেতৃবৃন্দরা
উপস্থিত ছিলেন।