
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু এলাকা থেকে আবারও অক্ষত অবস্থায় মিয়ানমার থেকে ছোড়া অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি। এ নিয়ে অক্ষত অবস্থায় ৩টি মর্টার শেল উদ্ধার করা হয়। যদিও প্রথমটি রামু সেনা নিবাসের বিশেষজ্ঞ নিষ্ক্রিয় করেন। গত কাল ও আজ সকেলে পাওয়া মর্টারশেল দুইটি তুমব্রু সড়কের পাশে নিরাপদ স্থানে রেখেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির বিজিবি।
স্থানীয়রা জানান,শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে দিকে তুমব্রু সড়কের ব্রিজ সংলগ্ন স্থানে অক্ষত অবস্থায় এ মর্টার শেলটি উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয়রা জানান, সকালে ব্রিজের পাশে অবিস্ফোরিত মর্টার শেল দেখেন এলাকাবাসীরা। পরে বিজিবিকে খবর দিলে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়। এ নিয়ে মোট ৩ অবিস্ফোরিত মর্টর শেল উদ্ধার হল।
বর্তমানে অবিস্ফোরিত মর্টার শেল ২ টি নিরাপদ স্থানে রেখেছে তুমব্রু বিজিবি। তবে কখন বিস্ফোরণ করা হবে সেটি ব্যাপারে এখনো জানা যায়নি। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, সকালে ব্রিজের সংলগ্ন মর্টার শেলটি দেখে বিজিবি খবর দেয়। খবর পেয়ে বিজিবি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।