ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কালিয়াকৈরে জমি আত্মসাতের পাঁয়তারা:ভুক্তভোগী পরিবারের আদালতে মামলা

গাজীপুরের কালিয়াকৈরে এক পুলিশ সদস্যসহ ও তার অন্যান্য ওয়ারিশদের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি স্থানীয় একটি ভূমিদস্যু জালজালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করিয়া জোরপূর্বক দখল নিতে নানা রকম পাঁয়তারা করে চালিয়ে আসছে বলে গুরতর অভিযোগ পাওয়া গেছে । পৈতৃক সম্পত্তি রক্ষা ও জালজালিয়াতির হাত থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় একাধিক জিডি-লিখিত অভিযোগ ও আদালতে দুইটি মামলাও দায়ের করা হয়েছে । ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাজায়, কালিয়াকৈরের আসারিয়াবাড়ি মৌজাস্থিত ৪৯৩নং জোতে এস এ ৯৩, ১৪৫ আর এস ১৪ ও ১৫ নং খতিয়ানে এস এ ২৫৫, আর এস ৩২৪ নং গং দাগে মোট ৬একর ৫৩ শতাংশ জমির কাতে প্রায় ২একর ৮০শতাংশ জমি রেকর্ড মুলে প্রকৃত মালিক আব্দুল হামিদ । প্রায় ৩০বছর পূর্বে আব্দুল হামিদ মৃত্যুবরণ করলে উক্ত জমি তার সন্তানেরা ভোগ করতে থাকেন এবং নিজেদের নামে নামজারি করে নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন । এদিকে বাকি প্রায় ৩ একর ৭৩ শতাংশ জমি আব্দুল হামিদের বোন বাছাতন নেছা ও ফাতেমা বিবিসহ অন্যান্য শরিকগণ ভোগ করে আসছেন । এই জমির একাংশেই মৃত আব্দুল হামিদের পৈতৃক বাড়ি । এক সময় জৈনক তাইজদ্দিনের সাথে বিবাহ হয় আব্দুল হামিদের বোন বাছাতনের । বিয়ের পর থেকেই তাইজদ্দিন ঘর-জামাই হিসেবে ঐ বাড়িতেই বসবাস করে । কয়েক বৎসর পর আব্দুল হামিদ, পার্শ্ববর্তী ঢোলসমদ্র এলাকায় গিয়ে বসবাস শুরু করেন এবং অপর বোন ফাতেমা বিয়ের পর থেকে তার স্বামীর বাড়িতেই থাকেন । আর আব্দুল হামিদের পৈতৃক বাড়িতে তার ছোট ভাই সুজাত আলী ও বোন বাছাতন নেছা স্বামী সহ বসবাস করত । তার কয়েক বসর পর সুজাত আলীর বসত ঘরে রাতের অন্ধকারে বাহির থেকে কে বা কাহারা দরজার সিটকানি মেরে আগুন ধরিয়ে দেয় এবং ভিতরে আটকা পরে অগ্নিদগ্ধ হয়ে সুজাত আলী মৃত্যু বরন করেন । সুজাত আলীর মৃত্যুর পর থেকে উক্ত জমি চাষাবাদ করতে থাকে বাছাতনের সন্তানেরা । ঐ সময় থেকেই জমির উদপাদিত ফসলের একটি অংশ আব্দুল হামিদের সন্তানদের দিয়ে আসছে বলে জানান ভুক্তভোগী পরিবার । গত কয়েক বৎসর ধরে জালজালিয়াতির মাধ্যমে কিছু কাগজপত্র সৃজন করিয়া মৃত তাইজদ্দিনের ছেলেরা স্থানীয় ভূমিদস্যু মোহাম্মদ আলী, হযরত আলী, ইনসান আলী, মহাসিন আলী মৃত্যু আমদুল হামিদের জমি নিজেদের দাবী করে বসেন । এ নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার বিচার শালিসও হয় । মৃত্যু আব্দুল হামিদের সন্তান ১/ হারুন অর রশিদ, ২/ শহিদুল ইসলাম, ৩/ খোরশেদ আলম, ৪/ রতন আলম, ৫/ পুলিশ সদস্য মুঞ্জুরুল করিম, ৬/ জাকির হোসেন, ৭/ হাবিবুর রহমান, ৮/ মোছাঃ রাজিয়া পারভিন, ৯/ মোছাঃ দেলয়ারা বেগম, ১০/ মোছাঃ রওশনারা বেগমের নামে নামজারি বাতিল করার জন্য ভুয়া কাগজ পত্রের সুত্র দিয়ে সহকারী কমিশনার (ভুমি) কালিয়াকৈর, গাজীপুর বরাবর একটি আবেদনও করেন ভূমিদস্যু মোহাম্মদ আলী গংরা । ভুক্তভোগী পরিবার অভিযোগ করে আরও বলেন, এই জায়গা- জমি গ্রাস করতেই পূর্বপরিকল্পিত ভাবে ভুমিদস্যু মোহাম্মদ আলী গংরা আগুন দিয়ে আমাদের চাচা সুজাত আলিকে পুড়িয়ে হত্যা করেছে । জমি সংক্রান্ত বিষয়ের জের ধরিয়া ভুমিদস্যু মোহাম্মদ আলী গংরা আমাদের পরিবারের সদস্যদের নিয়মিত বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে । তাই জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় একাদিক সাধারন ডায়রি ও অভিযোগ করা হয়েছে । ইতিমধ্যে ভুমিদস্যুর কবল থেকে পৈতৃক জমি রক্ষার্থে ও নিজেদের নিরাপদ রাখার জন্য গাজীপুর আদালতে পৃথক দুইটি মামলা করেছেন ভুক্তভোগী পরিবার, যার মামলা নং- ৪৫/২০২০ ও ৪৮৫/২০২৩ ।
উপরোক্ত অভিযোগের বিষয়ে জানতে, অভিযুক্ত মোহাম্মদ আলীর ব্যাবহারিত মোবাইলে একধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেননি ।

শেয়ার করুনঃ