ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

মাইক্রোবাসে ঢাকায় পৌছে দেয়ার কথা বলে ডাকাতি! গ্রেফতার ১

ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসে ঢাকায় পৌছে দেয়ার কথা বলে বাসের জন্য অপেক্ষমান এক যাত্রীকে গাড়িতে তুলে তার মূল্যবান সামগ্রী ও টাকা পয়সা লুট ও পরিবারের কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে টাকা নিয়ে রাস্তায় ফেলে যায় একটি ডাকাত চক্র।

গত বছরের ১২ ই ডিসেম্বর বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল হাইওয়ে রোড এর উপর এ ঘটনা ঘটে।

ডাকাতির এ ঘটনায় আন্তঃ জেলা ডাকাত দলের নেতা ডাকাত সর্দার পরিমল ওরফে সাগর হাওলাদার’কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব -১০।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে র‌্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল ৯ ফেব্রুয়ারি মাঝরাতে র‌্যাব-১১ ও র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার দক্ষিণ মিজমিজি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের প্রধান পলাতক আসামী পরিমল ওরফে সাগর হাওলাদার (৪৩) কে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামী পরিমল ওরফে সাগর হাওলাদার আন্তঃজেলা ডাকাত দলের নেতা। সে ও তার ডাকাত দলের অন্যান্য সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে গত ১২ ডিসেম্বর বিকেলে ঢাকায় আসার জন্য বাসের অপেক্ষমান থাকা কামরুল হাসান (৩৩) কে গাড়িতে তুলে নিয়ে ডাকাতি সংগঠিত করে।

ডাকাতির বর্ননা দিতে গিয়ে সহকারী পুলিশ সুপার বলেন, একটি সিলভার রংয়ের নোয়া মাইক্রোবাসে করে সাগর হাওলাদার ও তার অন্যান্য সহযোগীরা মিলে কামরুল হাসান কে কোথায় যাবেন? জিজ্ঞাসা করলে ভিকটিম বলে যে সে ঢাকায় যাবে। তখন তাদের সঙ্গে ঢাকায় যেতে পারেন এবং এর বিনিময়ে বাসের ভাড়া দিলেও চলবে বলে জানায়। কামরুল হাসান সরল বিশ্বাসে আসামীদের সাথে উক্ত মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে দেয়।

পরবর্তীতে ভাঙ্গা গোল চত্তর অতিক্রম করার পর ডাকাত দলের সদস্যরা কামরুল হাসান’কে গাড়ীর মধ্যে হাত, পা বেধে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি জানান, কামরুল হাসান মৃত্যু ভয়ে ভীত হয়ে তার স্ত্রীকে ফোন করে নগদ টাকা পাঠাতে বলে। আসামীদেরকে নগদ ও বিকাশের মাধ্যমে নগদ ৪৩,০০০/- টাকা পাঠালে ডাকাত দলের সদস্যরা কামরুল হাসান’কে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ