
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পটুয়াখালী স্টুডেন্ট’স এসোসিয়েশনের ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি র্নিবাচিত হয়েছেন দুমকির সন্তান কে.এম ওয়াহিদ জামান তন্ম, সাধারন সম্পাদক হয়েছেন মোঃ শাহীন হোসেন। সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পটুয়াখালী স্টুডেন্ট’স এসোসিয়েশনের ছাত্র উপদেষ্টাগণ এ কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন এসএম তাইমুন ইসলাম,তনিমা জাহান শ্রাবনী, মোঃ প্রিন্স, মোসাঃ মৌসুমি আক্তার, ইফফাত আরা মিম, আল হেলাল, জাররাহ আহম্মেদ জিদান,মোঃ তরিকুল ইসলাম, আগামী ১মাসের মধ্যে র্পূণাঙ্গ কমিটি প্রদান করার জন্য অনুমোদন করা হয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট’স এসোসিয়েশনের কমিটির সভাপতি সম্পাদক সহ সকলকে অভিনন্দন জানিয়েছেন দুমকি প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।