
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের নয়াপড়া সীমান্তে মিয়ানমার থেকে বৃহস্পতিবার বেলা ১২টায় গুলি এসে পড়ছে। মিয়ানমারের অভ্যন্তরে জান্তার বাহিনী ও বিদ্রোহীদের সংঘাত চালার কারণে সীমান্তে গুলি এসে পড়ছে বলে বিজিবির দাবি। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে সীমান্তে ফের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বিজিবির সূত্র জানিয়েছে, ২০-২৫ জনের একটি সেনা বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার মিয়ানমার থেকে আসা অবিস্ফোরিত মর্টার শেল ও বোমা শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দ হয়। এর কয়েক মিনিট পর মিয়ানমারের অভ্যন্তরে তুমুল গোলাগুলি শুরু হয়। এতে এপারেও একের পর এক গুলি আসতে থাকে। মিয়ানমারের অভ্যন্তরে দু’পক্ষের সংঘর্ষে এপারে গুলি এসে পড়ার কথা জানান বিজিবির।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, শুক্রবার সকাল থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নয়াপড়া সীমান্ত এলাকায় বিজিবি, সেনা বাহিনীর বোমা নিষ্ক্রিয় দলের ২০-২৫ সদস্য এবং কিছু গণমাধ্যম কর্মীকে দেখা যায়।
বেলা ১২টার দিকে অবিস্ফোরিত বোমা বা মর্টার শেল বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার কয়েক মিনিটের মধ্যে মিয়ানমারের অভ্যন্তরের ঢেঁকিবনিয়া এলাকা থেকে একের পর এক গুলি আসতে থাকে। উপরদিকে তমব্রু সীমান্ত থেকে আবারও অবিস্ফোরিত একট মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি।