
ডেস্ক রিপোর্ট : বরিশালে শুরু হয়েছে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে ১০ দিন ব্যাপী উদ্যোক্তা এই মেলার উদ্বোধন করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প ইউনিটকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করেছে।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট সহজ লভ্য হওয়ায় এখন যেকোনো জায়গা থেকে অতি সহজেই বিশ্ব বাজারে উদ্যোক্তারা প্রবেশ করতে পারে। এ কাজকে আরো সহজতর করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শুধুমাত্র পোশাক নয় আগামীতে কৃষি পণ্য, মৎস্য ও তৈজসপত্র রপ্তানি করে হাজার হাজার কোটি ডলার আয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, বিসিক শিল্প মালিক সমিতি সভাপতি ও ফরচুন সুজ লিঃ চেয়ারম্যান মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার, বিসিক উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলামসহ মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ।
মেলায় পাটের তৈরি হস্তশিল্প, মৃৎশিল্প, মেয়েদের থ্রি-পিস ও প্রসাধনী সামগ্রীসহ নানা পণ্যে পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। মেলায় বরিশালের উদ্যোক্তারা ছাড়াও ঢাকা, কুষ্টিয়া, রাঙ্গামাটি থেকেও অংশগ্রহণ করেন উদ্যোক্তারা।
এছাড়াও মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি উদ্যোক্তারা। এই আয়োজন আগামীতেও যাতে অব্যাহত থাকে এমন প্রত্যাশা তাদের।
১০ দিন ব্যাপী এই মেলায় মোট ৬৮টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা রয়েছে।