
ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাধবাজার এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও স্কুলছাত্র ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক বাবা আহত হয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত ১১ বছর বয়সী ছেলের নাম স্বরণ হোসেন ও মা সালমা খাতুন (৩০)। আহত সেনা সদস্য স্বরনের বাবা রহমত হোসেন। তাদের বাড়ি কুমারখালীর পাইকপাড়ায়। ঘটনার সময় হতাহতরা বাড়ি থেকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে আসছিলো। পথিমধ্যে একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। এ সময় মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান সেনা সদস্য বাবা রহমত হোসেন। কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।