
ডেস্ক রিপোর্ট : এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) । ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে। এবার ছিল না কোন জেলা কোটা। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আসন বাড়ানো হয়েছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ১ হাজার ৩০টি আসন বেড়েছে। এর ফলে এবার সরকারি মেডিকেল কলেজেভ ৫ হাজার ৩৮০ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিকেলের জন্য আসন রয়েছে ৬ হাজার ৩৪৮টি। আর্মি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ৩৭৫টি আসন বরাদ্দ করা হয়েছে।
১০৪ টি মেডিকেল কলেজের মধ্যে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিক্যাল কলেজে মোট ৬ হাজার ২৯৫টি আসনের বিপরীতে এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকায় কেন্দ্র ছিল পাঁচটি, ঢাকার বাইরে ১৪টি।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে বলেন, আগামীকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) সব কিছু প্রস্তুত করা হবে। ইনশাআল্লাহ আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) ফল প্রকাশ হতে পারে।
এদিকে সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
পরীক্ষা সুষ্ঠু হচ্ছে জানিয়ে তিনি বলেন, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনায় সবার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আশা করি পরীক্ষা সুষ্ঠুভাবে হবে। সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।