ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ওসির আবেদনে ধর্ষণ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে ধরা

রাজধানীর খিলক্ষেত থানাথীন এলাকা থেকে চাঞ্চল্যকর কিশোরীকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল রানাকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।

তিনি বলে, গত বছরের ২২ ডিসেম্বর ময়মনসিংহের পাগলা থানা এলাকায় রাতের বেলায় খাবার খেয়ে শুয়ে পড়ার পর রাত ১১টার দিকে মামলার বাদীর ১৩ বছরের কিশোরী প্রকৃতির ডাকে ঘরের পাশে টয়লেটে যায়। টয়লেটের পাস থেকে উৎপেতে থাকা আসামি সাব্বির হোসেন, মনির, সোহেল ভুক্তভোগী কিশোরীর মুখ চেপে ধরে পাশের ঝোঁপের ভেতর নিয়া যায়। সেখানে ঝোঁপের ভেতর সাব্বির হোসেন জোর করে ধর্ষণ করে।

এ সময় অন্যান্য আসামির মধ্যে মনির মিয়া ও সোহেল রানা ঘরের পেছনে দাঁড়িয়ে পাহাড়া দেয়, যাতে কেউ না আসতে পারে। পরে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দেয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আরও বলেন, ঘটনার দুদিন পর ভুক্তভোগী তার চাচীর কাছে সেদিনের রাতের ঘটনা খুলে বলে। পরবর্তীতে ভুক্তভোগীর বাবাকে বিষয়টি জানালে মীমাংসার জন্য আসামিরা সময়ক্ষেপণ করতে থাকে। ধর্ষণের বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন সাগরকে জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করতে বলেন। পরবর্তীতে ভুক্তভোগীর মা আসামিদের বিরুদ্ধে পাগলা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

এরই প্রেক্ষিতে পাগলা থানার ওসি র‍্যাব-১ এর অধিনায়কের কাছে মামলার আসামিদের গ্রেফতারের জন্য লিখিত আবেদন করেন। আসামিদের গ্রেফতারে দ্রুততার সঙ্গে র‌্যাব-১ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এজাহারভুক্ত পলাতক আসামি সোহেল রানা রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ মায়ের দোয়া হোটেল অ্যান্ড নোয়াখালী রেস্টুরেন্ট এলাকায় অবস্থান করছে। সেখানে আভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৪৬০ টাকা উদ্ধার কার হয়। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ