
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃত নাম হলো-মো.আবরার হোসাইন ( ১৮)।
গ্রেফতারকৃত আবরার ঢাকা রেলওয়ে থানায় গত ৬ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভূক্ত পলাতক আসামি।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শিরিন আক্তার জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানায়,গ্রেফতার আসামি ও তার অন্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিল।
গ্রেফতার আসামি কারাবন্দি শীর্ষ জঙ্গিদের সাথে বাইরে মুক্ত জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত। গ্রেফতার আবরার জনমনে ত্রাস ও ভীতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কার্যক্রম চালাতে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার-প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে