
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় চোরাই মোটরসাইকেল ও একটি নকিয়া মোবাইল সহ এক জনকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।
৯ ফেব্রুয়ারি (রোজ শুক্রবার) রাত সাড়ে তিনটার সময় হাতিয়া থানা পুলিশের অভিযানে তমরুদ্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড নুর উদ্দিন বাজার থেকে গ্রেফতার করা হয়।
আটকৃত আসামি রিফাত (২৩) উপজেলার ৮নং সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাইজচরা গ্ৰামের বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানা পুলিশের এস আই সাগর বড়ুয়া ও এএসআই আব্দুল বাছিরের সঙ্গীয় ফোর্সের অভিযানে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের নুর উদ্দিন বাজার থেকে আসামিকে আটক করা হয়। এসময় একটি চোরাই মোটরসাইকেল ও নকিয়া মোবাইল উদ্ধার করা হয়।
এবিষয়ে হাতিয়া থানার ওসি মোঃ জিসান আহমেদ শুক্রবার সকাল ১১টার দিকে আমার সংবাদকে জানান,আটককৃত আসামির বিরুদ্ধে একটি মামলা হয়েছে।