
ওহে মুসলিম ওহে সনাতন জাতিতে তোমরা ভিন্ন,
সৃষ্টির সেরা মানুষ তোমরা জ্ঞানবান বলে গণ্য।
বন্ধ কর এ খুন-রাহাজানি দূর্নীতি কর বন্ধ,
মানুষে মানুষে সম্প্রীতি হোক ঘুচে যাক সব দ্বন্দ্ব।।
ধন-সম্পদ কালো কুৎসিত সবই তো তার সৃষ্টি,
ধনী-গরীবের কেন ভেদাভেদ নেই কী তোমার দৃষ্টি?
শূন্য হাতেই এসেছিলে তুমি ফিরবে শূন্য হাতেই,
মাটির এ দেহ মাটিতে মিশিবে থাকিবে না কোনো চিহ্ন।।
হও হে মানব দিন থাকিতেই সত্য পথের পথিক,
পাপাচার থেকে অবসান নাও প্রার্থনা কর অধিক।
স্রষ্টার কোনো সৃষ্টিকে তুমি কখনো দিও না কষ্ট,
স্রষ্টার সাথে গড় সে বন্ধন কখনো কর না ছিন্ন।।
মাত্রাবৃত্ত ছন্দ (৬+৬+৬+৩)