
দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের টানে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকা থেকে এক সঙ্গে ঘর ছাড়া তিন স্কুলছাত্রীকে ১০ দিন পর টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।
তিনি বলেন, রাজধানীর মেরাদিয়া বাজার এলাকা থেকে এক সঙ্গে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে আসা হয়ে। বিষয়টি পরিবারকে জানানো হয়েছে।
ডিসি হায়াত বলেন, জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া তিনজনের একজন রিজুয়ানা রিজু জানিয়েছে, সে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের একজনকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েই সেখানে গিয়েছিল। সেই বিটিএস সদস্যের নাম জিংকুক। এ বিষয় আগামীকাল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবো।
এর আগে, পরিবারের উদ্দেশে লেখা চিঠিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ১ রিজুয়না রিজু লিখেছেন, ‘মা আমারে মাফ করে দিও। আমি বিটিএসের কাছে যাচ্ছি। আমি কোরিয়া যামু; আর আমি গেলে তোমাদের তো খুব ভালো হবে তাই না। এখন থেকে অনেক দূরে যামু। আমারে খোঁজার চেষ্টা করো না। আমি বিটিএসএর সদস্য জাংকুকে বিয়ে করব।
শুধু রিজুই নয়, একইদিনে বাসা ছাড়ে তার দুই বান্ধবী রুবিনা আক্তার মিম ও জান্নাতুল আক্তার বর্ষা। তারা তিনজনই ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন।
ডিআই/এসকে