
ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়েছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। তবে এতে কাউকে আটক করা হয়নি। পাশাপাশি অবৈধ কোনো কিছুও উদ্ধার হয়নি এই অভিযানে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ১১ পর্যন্ত প্রায় ২ঘণ্টা এই অভিযান চালানো হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,সকাল ০৯ থেকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন শানখলা রোডে ছুয়ামিল এলাকায় গাড়ি থামিয়ে গাড়ির কাগজ পত্র ড্রাইভিং লাইসেন্স চেকিং করা হয় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম ।
এসময় কাজপত্র,ড্রাইভিং লাইসেন্স না থাকায় কয়েকটি গাড়ি ও ড্রাইভারকে মামলা দেওয়া হয় । হাইড্রলিক্স হর্ণ ব্যবহারের দায়ে নোহা গাড়ির ডাইভারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এটা আমাদের নিয়মিত অভিযান।মাসে ২ থেকে ৩ বার এরকম অভিযান পরিচালনা করি আমরা। ববিশেষ করে গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্সের জন্য অভিযান পরিচালনা করা হয়।