প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ
দোছড়ি উচ্চ বিদ্যাঃ এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-দোয়া মাহফিল

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফ্রেরুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক আনোয়ার হোসেন মেহেদীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান।
এসময় তিনি বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। লেখা পড়া ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পোঁছানো সম্ভব নয় বলে উল্লেখ করে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।
তিনি বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের মাননীয় এমপি বীর বাহাদুর শিক্ষার প্রতি অতি গুরুত্ব দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাহার অবদানের কথা ভুলবার মত নয় বলে জানান।
প্রধান শিক্ষক মোঃ শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, ইউনিয়ন আওয়ালীগের সভাপতি মুজিবুর রহমান,
অভিভাবক সদস্য সালাহ উদ্দিন চৌধুরী,
উপজেলা ছাত্রলীগ সভাপতি ইরফান মাহবুব রায়হান, সাধারন সম্পাদক ফায়সাল আজাদ, সাবেক ইউপি সদস্য, নেছার আহমদ, আবুল কাসেম, আবদুল নবী, সহকারী শিক্ষিকা খোবরাতুল মোনতাহা, সহকারী শিক্ষক মীর্জা এমাদুল হক, রফিকুল ইসলাম, মোঃ উল্লাহ, সাবেক শিক্ষিকা ঝিনুক, সাবেক শিক্ষক আবদুর রহমান, প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন বিদায়ী শিক্ষার্থী আফরোজা ইসলাম, নাবিলা হক রেজা, হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.