প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ
নকলায় দাখিল পরিক্ষার্থীদের সাফল্য কামনায় আলোচনা সভা

শেরপুরের নকলায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা করা হয়েছে। ৮ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা করেন মাদ্রাসার কর্তৃপক্ষ।
মাদ্রাসাটির সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল।
সহকারী শিক্ষক মো. শওকত আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী মৌলভী মো. হযরত আলী, চন্দ্রকোনা কলেজের প্রভাষক মাহবুব হোসাইন রূপম প্রমুখ। এছাড়া দাখিল পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের পক্ষে মৌসুমী আক্তার ও ছেলেদের পক্ষে মামুন মিয়া, মাদ্রাসার সকল শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরত জাহান, অষ্টম শ্রেণীর আফসানা ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শাম্মী আক্তারসহ অনেকে বক্তব্য রাখে। আলোচনা সভার পরে ২০২৪ সালের দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম।
এসময় মাদ্রাসা পরিচালনা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য খোরশেদা বেগম, গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুলের সহধর্মীনী আলেয়া পারভিন আলো, ইউপি সদস্য মনির হোসেনসহ মাদ্রাসার সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, তাহেরা সুলতানা, মোস্তাফিজুর রহমান খান, শিক্ষক জামাল উদ্দিন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম, উজ্জল মিয়া, শিক্ষক তাহিয়াতু তানজিনা মিশুসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং প্রথম শ্রেণী থেকে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.