
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শওকতকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গোল চত্বর থেকে আটক করেছে র্যাব-১০।
গত (৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে আসামীকে আটক করা হয়।গ্রেফতার পলাতক আসামিমো. শওকত আলী (২৮) যশোর জেলার বেনাপোল উপজেলার কাগমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে আসামি শওকত ফরিদপুর জেলার ভাঙ্গা গোল চত্বর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল অভিযান চালিতে আসামি শওকতকে গ্রেফতার করে। এর আগে ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় ।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে বিভিন্ন সময় আদালত হতে জামিন নেয় এবং পরবর্তীতে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।গ্রেফতার আসামি শওকতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানায়