
নানা আয়োজনের মধ্য দিয়ে ঈশান গোপালপুর ঈশান ইনস্টিটিউটে
বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ঈশান ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুরু হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক। উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আ: রাজ্জাক মোল্লা। অত্র এলাকার চেয়ারম্যান মজনু সহ শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী প্রমূখ। উক্ত ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন,পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামী দিনের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশনা লাভে সক্ষম হবে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলার পাশাপাশি সকল শিক্ষার্থীদের মানসিক ও স্বাস্থ্যগত বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।।