
শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম এর সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে একটি চৌকস টিম ৮ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঢাকা ও জামালপুরে বিশেষ অভিযান পরিচালনা করে হিমালয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর পরিচয়দানকারী চক্রের মূলহোতা, ইসলামপুর থানার ধর্মকুড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো; দেলোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদরের ঝাউলা গোপালপুর গ্রামের মো; রুস্তম আলীর ছেলে মো; মজনু মিয়া (৪৩) কে গ্রেফতার করা হয়। জানাগেছে, প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ শেরপুর শহরের সাধারণ মানুষের নিকট হইতে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে হিমালয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর অফিস কক্ষ তালাবদ্ধ করে পলাতক হয়। এবিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।