
ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি মো. হাবিব হোসেনকে (২৩) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০’র উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে রাজধানীর কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় র্যাব-১০’র একটি দল অভিযান চালায়।
অভিযানে যাত্রাবাড়ী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি মো. হাবিবকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি হাবিব ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।
সে মামলার পর থেকে রাজধানীর কোতোয়ালিসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে