
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ পাঁচ মাদক কারবারি পুলিশের কাছে গ্রেফতার।গ্রেপ্তারকৃত আসামি ১/নুপুর (২২)পিতা-মুসলিম সরদার, স্বামী-মিরাজ শেখ সাং-তালতলা হাসপাতাল রোড,খুলনা।২/কামরুল ইসলাম খান(৩৩)পিতা-মোঃজমির খান,সাং-নন্দনপুর,রূপসা,খুলনা।৩/সাব্বির হোসেন(২১),পিতা-মাসুদ হোসেন, টুটপাড়া, তালতলা হাসপাতাল, খুলনা, ৪/হাসিব ওরফে মামুন(২৫),পিতা-মিন্টু, জাবুসা, রূপসা, খুলনা,৫/মোঃ মামুন(৩৫),পিতা-মোঃআয়নাল হক,খালিশপুর, খুলনা, উপরোক্ত মাদক কারবারীদের নিকট হতে সর্বমোট ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ছোরা আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলার ওযু করা হয়েছে।