ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আত্রাইয়ে দীর্ঘ অপেক্ষার পর জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ
নান্দাইলে ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ
শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান পুলিশের
আত্রাইয়ে ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা
অপরিকল্পিত খননের কারণে মৃত প্রায় নেত্রকোণার পিয়াইন নদী, এক সময়ের খরস্রোতা নদীতে চলছে কৃষিচাষ
‘আমার দেশ ‘ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
নান্দাইল মডেল থানায় হাজতিদের জন্য বই কর্ণারের উদ্বোধন
ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
সাগর-রুনী হত্যা মামলার নথিপত্র পুড়ে যাবার তথ্য সঠিক নয়: ডিএমপি
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুরে যুবদল ও বিএনপির বিক্ষোভ মিছিল
সিটি কলেজে ভাঙচুর চালাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা
মালয়েশিয়ায় ক্রেন দূর্ঘটনায় বাংলাদেশী এক নির্মান শ্রমিক নিহত
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন
ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৭ শিক্ষার্থীকে আটক
ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

উন্নয়নকৃত মাঠ-পার্ক এলাকাবাসীকে রক্ষা করার আহবান:মেয়র আতিক

১৮টি পার্ক ও ৪টি খেলার মাঠ নির্মাণ করেছি। এই মাঠ ও পার্কগুলো মেইনটেইন করতে হবে। সিটি কর্পোরেশন মাঠ নির্মাণ করে দিলেও এটি কিন্তু এলাকার জনগণই ব্যবহার করবে। তাই মাঠের যেন কোন ক্ষতি না হয় সে বিষয় এলাকাসীকে সচেতন হতে হবে। আমি এলাকাবাসীকে আহবান করছি উন্নয়নকৃত মাঠ-পার্ক আপনারা দেখে রাখবেন,রক্ষা করবেন।’

মঙ্গলবার (২৪ অক্টোবর ) দুপুরে রাজধানীর মধুবাগ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠ উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রীর কারণে আজ এই এলাকার দৃশ্যপট পাল্টে গেছে। জঙ্গি-সন্ত্রাসবাদ দূর হয়েছে। ২০০৮ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি বাংলাদেশ বদলে দেবেন। বাংলাদেশ তো বদলে দিয়েছেনই এই এলাকাও বদলে দিয়েছেন।’

প্রধান বক্তা হিসেবে ডিএনসিসি মেয়র বলেন, ‘অবৈধ দখলমুক্ত করে আধুনিক সুবিধা সম্বলিত মাঠ ও পার্ক নির্মাণ করেছি। খেলাধুলার সুযোগ মাদকমুক্ত সমাজ গড়তে সহায়তা করবে। একটা শ্রেণি চেয়েছিল বনানী পার্কটিতে গাড়ির পার্কিং সেন্টার করবে। বড়লোকদের গাড়ি পার্কিং করবে সেখানে। কিন্তু আমি সেটি হতে না দিয়ে জনগণের জন্য উন্মুক্ত পার্ক নির্মাণ করে দিয়েছি। টেন্ডারের মাধ্যমে মাঠ ও পার্কগুলো মেইনটেইন করার জন্য দায়িত্ব দিব। তাহলে এর সঠিক ব্যবস্থাপনা হবে।’

মধুবাগ এলাকায় রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, ‘একসময় এই মধুবাগে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে যেতো। মধুবাগে এখন আর জলাবদ্ধতা হয় না। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। বৃষ্টি হলে এখন অল্প সময়ের মধ্যেই পানি নেমে যায়।’

মেয়র আরো বলেন, ‘শহরকে ভালোবাসতে হবে। শহর নোংরা করা যাবে না। যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। ড্রেনে খালে সবাই ময়লা ফেলে দিচ্ছি। সিটি কর্পোরেশন থেকে ড্রেনের এবং খালের ময়লার প্রদর্শনী করবো। পয়ঃবর্জ্যের সংযোগ সরাসরি সারফেস ড্রেনে দিয়ে খাল দূষণ করা হচ্ছে। গুলশান বারিধারার জমি অনেক দাম। একটি ফ্লাটের দাম প্রায় ৫০ কোটি টাকা অথচ অল্প টাকা খরচ করে বাড়িতে স্যানিটেশন ব্যবস্থা রাখে নাই। আমাদের টিম পরিদর্শন শুরু করেছে। পয়ঃবর্জ্যের সংযোগ ড্রেনে পেলে ব্যবস্থা নেয়া হবে।’

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘সেদিন দেখলাম বিএনপির তারেক রহমান নতুন একটি হ্যাশ ট্যাগ দিয়েছেন। সেটির নাম হচ্ছে টেকব্যাক বাংলাদেশ। এর মানেটা কি? বাংলাদেশকে আরও পেছনে নিয়ে যাওয়া। আবার বোমাবাজি, খাম্বা, হিন্দুদের ঘরে ঘরে গিয়ে লুণ্ঠন করা। তারা জঙ্গিবাদ চায়, তারা উন্নয়ন চায় না। আমরা উন্নয়ন চাই। বাংলাদেশের মানুষ আর পিছনে ফিরে যেতে চায় না। বাংলাদেশের জনগণ উন্নয়নের ধারাবাহিকতা চায়। বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।’

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মাঠে উদ্বোধন করেন এবং মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।

মধুবাগ খেলার মাঠটির উন্নয়ন কাজের সংক্ষিপ্ত তথ্যাদি নিম্নরুপঃ

১) কাজের নাম: মধুবাগ খেলার মাঠ উন্নয়ন কাজ
২) মাঠের মোট আয়তন: ১.৫৪০৮ একর।
৩) মাঠের উন্নয়ন ব্যয়: ৪৫৫.৬২ লক্ষ (চার কোটি পঞ্চান্ন লক্ষ বাষট্রি হাজার) টাকা
৪) পরামর্শক প্রতিষ্ঠান: ভিত্তি-ডিপিএম জেভি
৫) ঠিকাদারী প্রতিষ্ঠান: মেসার্স জি.কে এন্টারপ্রাইজ
৬) কাজ শুরুর তারিখ: ২৮/০৯/২০১১ খ্রিঃ
৭) কাজ সমাপ্তির তারিখ: ১০/০৬/২০২৩খ্রিঃ
৮) কাজের প্রধান প্রধান অঙ্গ:
(ক) সবুজ ঘাসে আচ্ছাদিত ৮০ গজ x ৫০ গজ (According to FIFA Standard, 9 a side playground size 80 yard x 50 yard) ফুটবল খেলার মাঠ।
(খ) মাঠে পানি দেয়ার জন্য স্বয়ংক্রিয় Sprinkler System
(গ) মাঠের মধ্যে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা।
(ঘ) ক্রিকেট খেলার জন্য উন্নত মানের ক্রিকেট পীচ
(ঙ) মাঠের চারিদিকে প্রশস্থ পায়ে হাঁটার পথ ও সাইকেল লেনের ব্যবস্থা
(চ) মাঠের পূর্ব পার্শ্বে প্রশস্ত উন্মুক্তস্থানসহ বসার ব্যবস্থা
(ছ) ইউরোপিয়ান স্টান্ডার্ড লাইটিং ব্যবস্থা
(জ) সিসি ক্যামেরা ও টিভি সহ নিরাপত্তা ব্যবস্থা
(ঝ) ছোট বাচ্চাদের জন্য এগুলুসিভ খেলার জায়গা চিল্ড্রেন কর্ণার
(ঞ) শরীর চর্চার জন্য Freehand Exercise Tools.
(ট) রাতে খেলাধুলা করার জন্য ফ্লাইড লাইটের ব্যবস্থা
(ঠ) Art Work সহ বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের ছোট বড় প্রায় ১১৭০ টি গাছ রোপন করা হয়েছে ।

উল্লেখ্য, অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগারে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি শেখ রাসেল ডিজিটাল আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ