
পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর থানার ধুলাসার বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দীন কলেজ, ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়, জালাল উদ্দীন দাখিল মাদ্রাসা ও রাইজিং সান ইংলিশ এন্ড বাংলা মিডিয়াম স্কুল এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান ফ্রেশ গ্রুপ অব কোম্পানীজ লিঃ, পরিচাল ও সাবেক চেয়ারম্যান শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান সী,আই,পি। বিশেষ অতিথি ছিলেন, কলপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হালাদার, মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার, আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।