ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার!

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার আল ইসলামের ” তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-সিয়াম শোয়াইব জিম (১৯),মো. শহীদুল ইসলাম (১৮),মুনতাসিন আহম্মেদ তৌসিব (১৮)।

এসময় তাদের কাছ থেকে তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং ১৬ টি বিভিন্ন উগ্রবাদী বই জব্দ করেছে এটিইউ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শিরিন আক্তার জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি অভিযানিক দল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর গোপন তথ্যের ভিত্তিতে গত
৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরের একটি ক্যাফেটরিয়ার সামনে থেকে সিয়াম শোয়াইব জিম’কে গ্রেফতার করে।

পরবর্তীতে তার দেয়া তথ্যমতে আভিযানিক দলটি
চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার শিববাড়ী লেনের ফিরিঙ্গি বাজার রোড থেকে আসামী মো.শহীদুল ইসলাম (১৮) কে এবং একই দিন রাত সোয়া আটটায় ফিরিঙ্গি বাজার রোডের ৬ নং এয়াকুব নগর থেকে আসামী মুনতাসিন আহম্মেদ তৌসিব (১৮) কে গ্রেফতার করে।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য ও সমর্থক। তারা সংগঠনের পক্ষে বিভিন্ন অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য সহায়তা করে আসছিলো এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্ররোচনা চালিয়ে আসছিলো।

পুলিশ সুপার শিরিন আক্তার বলেন,গ্রেফতারকৃত আসামীরা কারাবন্দী শীর্ষ জঙ্গিদের সাথে বাইরে মুক্ত জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত। একইসাথে নিয়মিতভাবে কারাবন্দী জঙ্গিদের লজিস্টিক্স সহায়তা প্রদান করত।

তিনি আরও বলেন,তারা বাংলাদেশের জনমনে ত্রাস ও ভীতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আনসার আল ইসলাম” এর কার্যক্রম পরিচালনার জন্য এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার-প্ররোচনা ও প্রস্তুতি গ্রহন করছিল।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ