
দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৪ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ, দো’আ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক (আইসিটি) মিজানুর রহমান মিজানের সঞ্চালনা ২০২৪ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ, দো’আ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি প্যানেল মেয়র আবুল কালাম আজাদ (বকুল), বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা ইছাহক আলী, সহকারী প্রধান শিক্ষক সুলতান মাহমুদ,শিক্ষার্থীদের অভিভাবক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক শামীম উর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ,ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, সুধীমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২৪ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দো’আ পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের মাওলানা শিক্ষক এমদাদুল হক।