
মিরসরাইয়ের পাঁচটি তক্ষকসহ মোহাম্মদ মাসুদ (৩৫) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার করেরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।আটককৃত মাসুদ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শামসুল হকের ছেলে।তক্ষক পাচারকারী গ্রেফতারের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন উপস্থিত ছিলেন।