
মাধবপুর উপজেলার পার্শ্ববর্তী ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার এক অন্ধ যুবক ভগবানের নাম কির্তন করে সারাদিন পানিতে ভেসে বেড়ান।
জানা যায়,, নাসিরনগর উপজেলার বাগী গ্রামের হরিবল নামে এক অন্ধ যুবক অলৌকিক ভাবে পানিতে ভেসে থাকেন। সময় নেই আহার নিদ্রার। যখন যার বাড়িতে কিছু জোটে তাই খেয়ে থাকেন। চোখে কিছু না দেখলেও অলৌকিক ভাবে হেঁটে বেড়ান।
অর্জুন বর্ধন নামে এক ব্যক্তি জানান, গতকাল রাতে একই উপজেলার সিংহগ্রামের একটি শারদীয়া দুর্গাপূজায় তিনি সারারাত মায়ের আরাধনা করেন। আজ সকালে বিজয়া দশমীর দিনে একটি পুকুরের পানিতে ভাসতে ভাসতে ভগবানের নাম কির্তন করতে থাকলে এলাকাবাসী দেখতে পেয়ে পুকুর পাড়ে ভিড় জমান । সারা পুকুরে ভাসছেন আর কির্তন করছেন ।
বাগী গ্রামের রাহুল সরকার নামে একজন জানান, আমি ছোটকাল থেকেই দেখছি তার মা-বাবা ভাই বোন কেউ নেই,, সে অন্ধ, কিন্তু সারাদিন ভগবানের নাম গান করে,, আর কিছু কিছু অলৌকিক লিলা দেখান। এলাকাবাসীও জানান, তিনি দীর্ঘ দিন যাবৎ এভাবেই জীবন যাপন করছেন।