
পিরোজপুরের নাজিরপুরে ডাকাতির পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে রেকি করতে গিয়ে ২১ মামলায় অভিযুক্ত ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও অস্ত্র আইনে ২১ টি মামলা রয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার বিকেলে নাজিরপুর উপজেলার বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পুশিল বৈঠাকাটা বাজারের একটি হোটেল থেকে সন্দেহজনকভাবে ৩ জনকে আটক করা হয়। এরপর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে, আটককৃতরা সকলেই সক্রিয় ডাকাত চক্রের সদস্য। এদের মধ্যে বরিশালের বানারীপাড়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের সুশান্ত চক্রবর্তী’র ছেলে শুভংকর ওরফে শুভ চক্রবর্তী’র (৩৬) বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও চুরি সহ মোট ৮টি মামলা, বরগুনা সদর উপজেলার বড়ইতলা খাড়াকান্দা গ্রামের জব্বার সিকদার এর ছেলে মোঃ বারেক সিকদার (৩৯) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা এবং বরগুনা সদর উপজেলার শিয়ালিয়া গ্রামের নুরুল ইসলাম সিকদার এর ছেলে মোঃ সেলিম সিকদার (৫৩) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬ টি মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, এরা বরিশাল, বরগুনা ও পিরোজপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করতো। এদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এছাড়া পিরোজপুরে যারা তাদেরকে সহযোগীতা করছে তাদেরকেও শনাক্তের চেষ্টা চলছে।