
দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নে,
৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার সকালে এ আর মালিক সীডসের ভাবকি গ্লোরী কৃষক দলের কৃষকদের সাথে ডাচ্ রাষ্টদূত নিরাপদ সবজি উৎপাদন নিয়ে মত বিনিময় করেন।
উক্ত মত বিনিময়ে ডাচ্ রাষ্টদূত,জনাব আতাউস সোপান মালিক, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও কর্ণধার এ আর মালিক সিডস প্রাঃ লিঃ, ডাচ্ প্রতিনিধি দল, জনাব মোঃ সাদেকুল ইসলাম, সিওপিডি, এ আর মালিক সিডস, বিভিন্ন পর্যায়ের অনেক উদ্বর্তন কর্মকর্তাগণ, জনাব মোঃ আঃ সাত্তার, সভাপতি,ভাবকি গ্লোরী কৃষক দল, জনাব মোঃ মানিক মিয়া সাধারণ সম্প্রাদক, ,ভাবকি গ্লোরী কৃষক দল, সহ অত্র কৃষক দলের ৪০ জন কৃষক/কৃষানী উপস্থিতে দলীয়ভাবে নিরাপদ সবজি উৎপাদন, প্রক্রিয়াজাত করন ও বাজারজাতকরনের প্রক্রিয়া বিষয়ে কৃষক দলের সাথে মতবিনিময় করেন।