
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বালু ভর্তি একটি ট্রাকে মাদক পাচার করার সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতার করে র্যাব-১। গ্রেফতারকৃতরা হলো- মো. বাচ্চু ও মো. সাগর।
এ সময় তাদের কাছ থেকে ১৯৮ লিটার বিদেশি মদ, একটি ট্রাক ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা এই অভিনব কৌশল অবলম্বন করে। গোয়েন্দা তথ্য ছিল, তেজগাঁও থেকে দুই মাদক কারবারি ট্রাকে করে মাদকদ্রব্য পরিবহন করবে। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে টংঙ্গী এলাকায় এই মাদকের চালানটি পৌঁছে দিবে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে দেশি-বিদেশি মদসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকার আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিআই/এসকে