
হবিগঞ্জের মাধবপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে লক্ষ লক্ষ টাকা লুটপাটকারীরা ধরা ছোঁয়ার বাইরে থাকলেও সাজা হয়েছে দিনমজুরের।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকালে মাধবপুর উপজেলার বাঘাসুরা এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কতুব অভিযানে যান। অভিযানের সময় অবৈধ ভাবে ফসলী জমি থেকে লক্ষ লক্ষ টাকার মাটি উত্তোলনের মূল হোতাকে না পেয়ে পেটের দায়ে কাজ করা ৩ শ্রমিককে আটক করে নিয়ে আসেন। সন্ধ্যার সময় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি, বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীর নগর গ্রামের আবুল কালাম ও সুরুক মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের বিল্লাল মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এর আগে পেটের দায়ে স্ত্রী, সন্তান ও মা বাবার মুখে দু মুটো ভাত তোলে দেওয়া গরীব ও অসহায় শ্রমিকের পক্ষে ২০/২৫ জন সুশীল সমাজের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) এর কাছে বিনিত অনুরোধ করেন মাটি উত্তোলনের মূল হুতাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে এবং অসহায় শ্রমিকদের অল্প কিছু জরিমানা করে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
জানতে চাইলে সুশিল সমাজের নেতৃবৃন্দরা বলেন, এই অসহায় শ্রমিকদের সাজা দেওয়ার কারনে তাদের পরিবার ও সন্তানদের অবস্থা করুন আকার ধারন করবে। কে তুলে দিবে এই অসহায় শিশুদের মুখে দু মুটো ভাত।