
আজ ৭ ফেব্রুয়ারী তরুণ সাংবাদিক শৌখিন মিয়া’র শুভ জন্মদিন। এই দিনে তিনি রৌমারী উপজেলার বাইটকামারী ৪নং ওয়ার্ড এলাকায় তার পিতা-মাতার ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন।
শৌখিন মিয়া জনপ্রিয় আরডিসি নিউজ পোর্টালে যোগদানের মধ্য দিয়ে কাজ শুরু করেন। পরে বেশ কয়েকটি জনপ্রিয় জাতীয় দৈনিকে কাজ করেছেন তার মধ্যে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকা (বিশেষ প্রতিনিধি) দৈনিক সকালের খবর (উপজেলা প্রতিনিধি) ও স্হানীয় সাপ্তাহিক দ্বীপদেশ পত্রিকার (স্টাফ রিপোর্টার) হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে সাংবাদিক শৌখিন মিয়া’র জন্মদিন উপলক্ষে তার সহকর্মী, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীরা, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শৌখিন মিয়া বলেন, জীবন থেকে হারিয়ে গেলো আরও একটি বছর। জানিনা, চলতে চলতে এ যাত্রার সমাপ্তি কোথায় গিয়ে হয়। তবে, যেখানেই শেষ হোক। না কেনো- অন্তিম মুহুর্তটা যেনো সুখকর হয়।
তিনি আরও বলেন, জ্ঞান হওয়ার পর থেকে সব থেকে অদ্ভুত বছর ছিলো এটি। আঘাত, মানসিক-পারিবারিক-সামাজিক চাপ, ব্যস্ততা, অসুস্থতা সহ অসংখ্য সমস্যায় জর্জরিত বছর ছিলো এটি। অভিশপ্ত বছরটি ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যদিও, শিখেছি বাস্তবতা।
পরবর্তীতে আমার কাছের এবং দূরের এত এত মানুষ শুভেচ্ছা জানাচ্ছে, সবার শুভেচ্ছার উত্তর দেয়ার চেষ্টা করছি। আর আমি জন্মদিন সেভাবে পালন করি না কারণ জন্মদিন মানেই তো জীবন থেকে এক বছর হারিয়ে যাওয়া।
শৌখিন মিয়া সকলের কাছে দোয়া চেয়েছেন। যাতে করে বাকিটা জীবন সকলের মাঝে সত্যতার সাথে বেচে থাকতে পারেন। তার এই জন্মদিনে দৈনিক সকালের খবর পরিবারের পক্ষ থেকে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা।