
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলাস্থ শ্রীরামপুর ইউপির ১নং ওর্য়াড নিবাসী দুমকির পীর আশ্রাফ আলী হুজুরের মৃত্যুর্বাষিকীতে
স্মরন।
দুমকি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াজীন, দুমকি হুজুর, মরহুম হযরত মাওলানা মোঃ আশ্রাফ আলীর মৃত্যুতে স্মরন করেছেন দুমকি মাদ্রাসা শিক্ষক সমিতি সহ বিভিন্ন র্ধমীয় সংগঠনের নেতৃবৃন্দ। পীর সাহেব হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করেছেন।