মোঃ তপু আহমেদ (নবীগঞ্জ-বাহুবল)হবিগঞ্জ প্রতিনিধি ॥
সারা দেশের মতো নবীগঞ্জ উপজেলাতেও ২০২৫ সালের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় উপজেলার বিভিন্ন কেন্দ্রের ২ হাজার ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৮ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নবীগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ৮৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩১২ জনের মধ্যে ৩ জন এবং আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৮১৬ জনের মধ্যে ১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তিনটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি ছিল আউশকান্দি কেন্দ্রে। একই দিনে আলিম পরীক্ষায় সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ১৬৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪ জন, যা ২.৪৩ শতাংশ। অন্যদিকে, ভোকেশনাল পরীক্ষায় নবীগঞ্জ সরকারি কলেজ (বিজনেস ম্যানেজমেন্ট) কেন্দ্রে ২২ পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে তা নিশ্চিত করতে কেন্দ্র পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান, এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রেজাউল আলম, সিনিয়র মৎস অফিসার আসাদ উল্লাহ প্রমুখ। এ সময় নবীগঞ্জ যোগল কিশোর মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ শুক্লা রায়,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তাঁরা পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি টিমও বিভিন্ন কেন্দ্রে টহল দেয়। নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম জানান, প্রথম দিন নবীগঞ্জ উপজেলার সবকটি কেন্দ্রে পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।